চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল



বিএনপির নেতা-কর্মীদের গুম খুন ও ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে  স্বেচ্ছাসেবক দল। 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে পৌর স্বেচ্ছসেবক দলের আয়োজনে পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। 
মিছিলে নেতৃত্ব দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ আগস্ট ২০২৪