চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অবস্থান, যুবদল ও কৃষক দলের বিক্ষোভ মিছিল



বিএনপির নেতা-কর্মীদের গুম খুন ও ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়াও  কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করে। জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান, বিএনপি নেতা ওবাইদ পাঠান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।



এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসমাইল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা বাবর আলী রুমন, মনিরুল ইসলাম রাজু, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম রিপন।

এদিকে সদর উপজেলা কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিকেলে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে প্রথমে যুবদল ও স্বেচ্ছসেবক দল বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি সেখান থেকে বের হয়ে নিউমার্কেট ঘরে একই স্থানে শেষ হয়। 



পরে একই স্থান থেকে সদর উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।    

সমাবেশে বক্তারা, পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি এবং রাষ্ট্র সংস্কারের দাবি জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ আগস্ট ২০২৪