দুইদিন পর আব্দুল্লাহর মরদেহ ফেরত দিল বিএসএফ



চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীতে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি  আব্দুল্লাহর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
দুইদিন পর বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে উপজেলার জোহরপুর ট্যাঁক সীমান্ত দিয়ে তার মরদেহ বিজিবি কাছে হস্তান্তর করেন। 
রাতে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি আরও জানান, সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আব্দুল্লাহর মরদেহ ফেরত দেয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যের পাশাপাশি, দুই দেশের পুলিশ ও  জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

মরদেহ হস্তান্তরের সময় সেখানে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনও উপস্থিত ছিলেন। 
ওসি সাজ্জাদ হোসেন জানান,  আব্দুল্লাহসহ কয়েকজন ওয়াহেদপুর বিওপি দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী(বিএসফ) কে আক্রমন করে। এ সময় বিএসএফ আত্মরক্ষায় গুলি ছুঁড়লে সেখানে মারা যায় আব্দুল্লাহ । পরে মরদেহ ময়না তদন্ত শেষে ভারতীয় বিএসফ ও পুলিশ বাংলাদেশ পুলিশ ও বিজিবির নিকট লাশ হস্তান্তর করে। 
তিনি আরও জানান, পরে আব্দুল্লাহ মরদেহ তার ছোট ভাই জাহাঙ্গীর আলমের কাছে  হস্তান্তর করা হয়। 
স্থানীয়রা জানায়, রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন গরু আনতে বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে। ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যান্তরে জঙ্গিপাড়া ইটভাটা এলাকায় গেলে বিএসএফ'র চাদনীচক ক্যাম্পের সদস্যরা গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে অত অবস্থায় তার সহযোগিরা বাংলাদেশে ফিরে আসে। আব্দুল্লাহ গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিল।
নিহত আব্দুল্লাহ নারায়ণপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘোনা পাড়ার বাসিন্দা ছিলেন। নদী ভাঙ্গনের কারণে পাকা ইউনিয়নের নিশিপাড়ায় বসবাস করছিল। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ আগস্ট ২০২৪