শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ ও ছাত্রদলের শোক র্যালি
বিএনপির নেতা-কর্মীদের গুম খুন ও ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল । এছাড়াও পিলখানার বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসার, শাপলা চত্বরে আলেম-মাদ্রাসার ছাত্রকে হত্যা ও কোটা সংস্কার আন্দোলনে গণহত্যায় নিহতদের স্মরনে শোক র্যালি করেছেন জেলা ছাত্রদল ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে জেলা যুব দলের আয়োজনে জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বড় ইন্দরা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রহমান অনু।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে নবাবগঞ্জ কাবের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশ করেন।
সমাবেশ বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন, নাজিব ওয়াদুদ অমি, আব্দুর রাকিব, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান।
বক্তারা শিার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর সাথে জড়িতদের বিচারের জোর দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ আগস্ট ২০২৪