শিবগঞ্জে আম বাগান থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে একটি আম বাগান থেকে সাইদুর রহমান (৫৪) নামে একজনের মহদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকায় আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধারের শেখটোলার আম বাগানের একটি গাছে ফাঁস লাগানো একব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারকালে জামার ভেতর পাওয়া একটি মোবাইল ফোনের সূত্রধরে সাইদুরের পরিচয় নিশ্চিত করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মহল্লায় ।
শিবগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাজাহান আলী জানান, মরদেহটি একটি আম গাছের নিচের ডালের সঙ্গে ঝুলানো ছিল। তার দু’ পা মাটিতে ঠেকে ছিল। স্থানীয়দের ধারণা, রাতে কে বা কারা তাঁকে হত্যা করে আম গাছের ডালে ঝুলছিলে রেখে চলে যায়।

উদ্ধার হওয়া মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এঘটনায় সাইদুর রহমানের ছেলে সাহানুর রহমান সুরজ শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি সাজ্জাদ ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ আগস্ট ২০২৪