নাচোলে বজ্রপাতে এক কৃষক নিহত


 

চাঁপাইনবাবগঞ্জে মাঠে ধানের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কমল বাবু (২৮) নামে এক কৃষক  নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোহাম্মদপুর জালমাছকুড়ি মাঠে এই দূর্ঘটনা ঘটে। 
নিহত কমল ওই এলাকার বতিস বারোয়ারের ছেলে।
৩ নং নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)  তারেকুর রহমান সরকার জানান, দুপুরে বাড়ির কিছু দূরে মাঠে ধানের ক্ষেতে কাজ করছিল কমল। মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরার পথে বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। 
 এ ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ মে,২০২৪