উপজেলা নির্বাচন - ভোলাহাটে আবার ফিরে এলেন আনোয়ার, গোমস্তাপুরে হুমায়ুন আউট, নাচোলে থাকলেন কাদেরই
প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনেকটাই নিরুত্তাপ এই নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে সুষ্ঠুভাবে। দিনশেষে বড় ধরণে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, দু' উপজেলায় আওয়ামী লীগ নেতা হেরেছেন বিএনপির বহিষ্কৃত নেতার কাছে।
ঘোষিত বে সরকারি ফলাফল অনুযায়ী নাচোল উপজেলায় আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন ও ভোলাহাট উপজেলায় সাবেক চেয়ারম্যান ও বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে তিন উপজেলার নির্বাচনের স্ব স্ব
সহকারি রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী:
নাচোল উপজেলায় আওয়ামী লীগ নেতা ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৩৩ হাজার ৯৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। ২৩ হাজার ১২২ ভোট বেশি পেয়ে আব্দুল কাদের নির্বাচিত হয়। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ কামাল উদ্দিন ১৯ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা ইয়াসমীন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৩৪০ ভোট।
এদিকে গোমস্তাপুর উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আশরাফ হোসেন পেয়েছেন ৪০ হাজার ৬২০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতিকের প্রার্থী আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজা পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট। ৫শ ৫৯ ভোট বেশি পেয়ে আশরাফ হোসেন নির্বাচিত হয়। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান টিউবওয়েল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান নুহ ২৬ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরা। তিনি পেয়েছেন ২০ হাজার ৫০৯ ভোট।
অন্যাদিকে ভোলাহটে সাবেক চেয়ারম্যান, চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১৩ হাজার ৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতিকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। ২ হাজার ৩১৮ভোট বেশি পেয়ে আনোয়ারুল ইসলাম ভোলাহাট উপজেলার পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন ১৫ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসাঃ শাহজাদী খাতুন। তিনি পেয়েছেন ২১ হাজার ৫৮৩ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ০৮ মে, ২০২৪