ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী নিহত স্বামী আহত




চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদুনি বেগম (৪৩) নামে একজন নিহত হয়েছে।  এ ঘটনায় গানিউল নামে তার স্বামী আহত হয়েছে।
  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ভোলাহাট উপজেলার তাঁতিপাড়া গ্রামে। 
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইদুনি ঘরের টেবিল পরিষ্কার করার সময় টেবিলের ওপর রাখা বিদ্যুতের মাল্টিপ্লাগের সাথে হাতের ছোঁয়া লাগে। এসময় মাল্টিপ্লাগে বিদ্যুৎ থাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইদুনি বেগম। পরে স্বামী গানিউল স্ত্রীকে বাঁচাতে ঘরের ভেতর ছুটে আসলে শক লেগে তিনিও আহত হন।
স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইদুনিকে মৃত ঘোষণা করেন এবং আহত গানিউলকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ এপ্রিল, ২০২৪