চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গান পাউডারসহ ১ জন আটক



চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১০০ গ্রাম গান পাউডারসহ ১ জনকে আটক করেছে র‍্যাব।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে ফজলুর রহমান ফটিক (৩৫)।
বুধবার দিবাগত রাতে ওই ইউনিয়নের  ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সময়ে ককটেল ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই প্রেক্ষিতে ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার)সহ ফজলুর রহমানকে আটক করা হয়। 
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  বোমা তৈরীর উদ্দেশ্যে ফজলুর রহমান গান পাউডার গুলো তার হেফাজতে রেখেছিল। 
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ মার্চ, ২০২৪