চাঁপাইনবাবগঞ্জে পৃথক মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড



 চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শান্ত আলী (২২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 
এছাড়াও পৃথক আরেকটি আদালতে মাদক মামলায় নুহু (৩৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।  সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো  ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষনার সময় নুহু পলাতক ছিল।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। 

আরেকটি মাদক মামলায় অতিরিক্ত দায়রা জজ-১ মো. রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। 

 দন্ডপ্রাপ্ত শান্ত আলী শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর বিশ্বাস পাড়ার একরামুল হকের ছেলে।  
আর অপর দণ্ডপ্রাপ্ত আসামি নুহু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হরিশপুর ডাক্তার হাজীর গ্রামের এরশাদ আলীর ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০২২ সালের ২৬ ফেব্রুয়ারী সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর বিশ্বাস পাড়ায় একরামুল হকের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে র‍্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময়  ৮৬৫ গ্রাম হেরোইনসহ শান্তকে আটক  করা হয়। ওই দিনই  র‍্যাবের সিনিয়র ডিএডি রফিকুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানার মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল গনি তদন্ত শেষে ২০২২ সালের ২৬ জুন শান্ত আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

অন্যদিকে মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইলিশমারী গ্রামস্থ বাঘের মোড়ে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ নুহুকে আটক করে পুলিশ। 
 এ ব্যাপারে ওইদিন ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পুলিশ পরিদর্শক মামলা করেন। 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন ২০১৬ সালের ২৪ মে নুহুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ মার্চ, ২০২৪