গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের শেরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত জয়নাল আবেদিন (৪৭) বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, শেরপুর গ্রামের মোহাম্মদ শাহীন ও আনোয়ার হোসেনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরজের ধরে রোবাবার রাত ১১ টার দিকে শাহীন ও আনোয়ারের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয়পক্ষের ৭/৮ জন আহত হয়। হামলায় লোহার রড দিয়ে আঘাতপ্রাপ্ত জয়নাল আবেদিনকে পরের দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল সাতটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওসি জানান, এ ঘটনায় জয়নালের ভাই মোহাম্মদ শাহীন ও আনোয়ার
হোসেন আগেই মামলা করেছে। নিহত জয়নালের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ মার্চ, ২০২৪