চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত




চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আলাউল (২০) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে সোনামসজিদ সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
 আহত যুবক  শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৫ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি প্রবেশ করে।
এসময় বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আলাউল আহত হলে তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে 
 হাসপাতালে ভর্তি করে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন,  রাত ৩টার দিকে সোনামসজিদ সীমান্তের ওপারে আলাউলসহ ৫-৬ জন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এ সময় ৭০ বিএসএফ ব্যাটালিয়নের লোদিয়া ক্যাম্পের টহল দল চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় আলাউল। সে রাজশাহীতে চিকিৎসা নিচ্ছেন। 
তিনি আরও বলেন,  ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে  বলেও জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ মার্চ, ২০২৪