চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে আশিক (২৫) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা ওহেদুল আলী (১৭) আরও একজন আহত হয়।
সোমবার দুপুরে গোমস্তাপুর উপজেলার মাদ্রাসা মোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আশিক চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলবাড়ি পাহাড়পুর এলাকার খাইরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, দুপুরে গোমস্তাপুর উপজেলার মাদ্রাসা মোড় নামক স্থানে একটি
ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এ সময় ট্রাক্টরের নিচে চালক ও সহযোগী চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্টি জেলা হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ মার্চ, ২০২৪