শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাইরিন আক্তার রিপা (২৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় শফিউল্লাহ (২৭) নামে আরেক জন আহত হয়েছে।
নিহত রিপা কানসাট বাগদূর্গাপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
শুক্রবার সন্ধ্যা দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ সড়কের জালমাছমারী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাজশাহী থেকে বাড়ী ফেরার পথে শিবগঞ্জে জালমাছমারী এলাকায় সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা ভুটভুটি মোটর সাইকেলের সামনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল থাকা দুইজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ মার্চ, ২০২৪