জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের সমাধিতে সংসদ সদস্য আব্দুল ওদুদের শ্রদ্ধা নিবেদন
জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁপাইনবাবগঞ্জ- ৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
শুক্রবার বিকেলে রাজশাহীর কাদিরগঞ্জস্থ শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, সাবেক সভাপতি এইচএম ফায়জার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন পরিষদের হাফিজুর রহমান হাফিজ, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি মাস্টার, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রানা টিপু, সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আমীন রাসেল, আলমগীর কবির ইউসুফসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ জানুয়ারি, ২০২৪