চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল বিএনপি নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার এবং সংসদ বাতিলসহ এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড় থেকে কালো পতাকা মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ দৌলা, বিএনপি নেতা ওবায়েদ পাঠান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তারিক আহমেদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করে বেগম খালেদা জিয়াসহ সকল বিএনপি নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ জানুয়ারি, ২০২৪