চাঁপাইনবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহন চলছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহন চলছে। সকাল ৮ টায় তিনটি সংসদীয় আসনে ৫১২ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোর কোথায় উৎসবমূখর পরিবেশ দেখা গেলেও কোথাও কোথাও ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।
ঘন কোয়াশা কারনে শুরুতেই ভোটারদের উপস্থিতি খুব বেশি নেয়। তবে ভোট গ্রহন কর্মকর্তারা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়।
নির্বাচনে চাঁপাইনবাগঞ্জের তিনটি আসনে ১৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল নৌকা, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা মোমবাতি, বিএনএফের নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন, জাতীয় পার্টির আফজাল হোসেন লাঙল, এনপিপির আব্দুল হালিম আম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক ও গোলাম রব্বানী কেটলি প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের জিয়াউর রহমান নৌকা, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন ডাব,জাতীয় পার্টির আব্দুর রশিদ লাঙ্গল, বিএনএফের মো. আজিজুর রহমান টেলিভিশন ও স্বতন্ত্রপ্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের আব্দুল ওদুদ নৌকা, বিএনএফের কামরুজ্জামান খান টেলিভিশন, এনপিপি’র নাহিদ আহম্মেদ আম ও বিএনএমের মোহাম্মদ আব্দুল মতিন নোঙর প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।
সূত্র জানিয়েছে, চাঁপাইনবাগঞ্জের তিনটি আসনে ১২ প্লাটুন সেনাবাহিনী, ১ হাজার ৭২ পুলিশ সদস্য, ৪৮ জন র্যাব সদস্য, ১১ প্লাটুন বিজিবি ও ৪০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরণের অপকর্ম ঠেকাতে আরও দুই প্লাটুন বিজিবিসহ ৩২ জন আনসার সদস্যকে রিজার্ভে রাখা হয়েছে।
তিনটি আসনে নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে ৯ হাজার ৫৪৫জন। প্রিজাইডিং অফিসার ৫১২ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩ হাজার ১১ জন, পোলিং অফিসার রয়েছে ৬ হাজার ২২ জন, নির্বাচনী আচরণবিধি পালনে নিয়োজিত আছে ৮জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্ব পালন করছেন ৩ বিচারক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলে ১০ জন, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমে ১৩ জন ও নির্বাচন মনিটরিং টিমে রয়েছে ২৪ জন।
এদিকে তিনটি সংসদীয় আসনে ৫১২ কেন্দ্রে মধ্যে
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোট কেন্দ্র ১৫৮, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৮২টি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ টি ভোট কেন্দ্র রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে মোট ভোটার রয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৩২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৮৩ হাজার ৪৭৮ জন ও নারী ভোটার ৬ লাখ ৬৯ হাজার ৮৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জানুয়ারি, ২০২৪