চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসন > ৮৩ হাজার ভোটের বিশাল ব্যবধানে আব্দুল ওদুদ জয়ী হলেন
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চতুর্থবারের মতো
নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিন পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙ্গর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট। ৮৩ হাজার ৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওদুদ।
রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন আবদুল ওদুদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭২ কেন্দ্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জানুয়ারি, ২০২৪