চাঁপাইনবাবগঞ্জে আগুনে পোড়া নারীর মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের মাহাডাঙ্গার মাঠে থেকে আগুনে পোড়া এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। আগুনে পুড়ে মুখ ঝলসে  যাওয়া নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। ওই নারীর পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ। 
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাহাডাঙ্গার একটি ধানক্ষেতের পাশে নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 স্থানীয়রা জানায়, রাতে মাঠের মধ্যে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার করে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, রাতে এক ব্যক্তির গায়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তার মরদেহটি উদ্ধার করে। পরে  মরদেহটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য জেলা  হাসপাতালে মর্গে পাঠায়।
 তিনি আরও বলেন, অজ্ঞাত পরিচয়ের এ নারীর বয়স ২৩-২৪ বছরের মধ্যেই হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে প্রথমে হত্যা করা হয়েছে পরে তার শরীরে আগুন দেয়া হয়। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।
 এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ০৬ জানুয়ারি, ২০২৪