নাচোলে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চন্দনা এলাকা থেকে র‌্যাব পরিত্যক্ত অবস্থায় ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে। উদ্ধার করা শুটারগানগুলো পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার দিবাগতরাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-গোমস্তাপুর সড়কের চন্দনা ঈদগাহ মাঠ এলাকায় জনৈক শামীমের সরিষার ক্ষেতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সরিষার ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করে।
পরে উদ্ধার করা শুটারগানগুলো চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় সাধারণ ডায়রি করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ জানুয়ারি, ২০২৪