চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসুচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবঞ্জ শহরের মহানন্দা নদী তীরে শহীদ জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিস্থলে ও সোনামসজিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোররাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর মহানন্দা নদী পার হয়ে রেহাইচর গ্রামে অবস্থান নিয়ে তুমুল যুদ্ধের মুখোমুখি হন শত্রুদের সঙ্গে। এ সময় ধ্বংস করে দেন শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার। যুদ্ধের এক পর্যায়ে বীরত্বের সঙ্গে সমানের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি গুলি এসে তার কপালে লাগলে ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন তিনি। পরে ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ ডিসেম্বর, ২০২৩