চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলেকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ বছরের সর্বোচ্চ পরিমাণ মাদকের বড় চালান বলে র্যাব দাবি করেন।
আটককৃতরা হলো, জেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের জাইরা মোরল গ্রামের মৃত নসিমুদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়া (৫০) ও তার ছেলে মো. মোটিনুল ইসলাম।
দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচার করে চবাগডাঙ্গার
শরিফুল ইসলামের বাড়িতে হেরোইন রয়েছে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শরিফুল ইসলাম ওরফে ধুলু। তাকে না পেয়ে তার ছেলে মোমিনুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাদের বাড়ির পিছনে ৪০০মিটার দূরে বাঁশ বাগানে মাটির গর্তে পুতে রাখা প্লাষ্টিকের ড্রামের ভিতর থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরে পালিয়ে যাওয়া শরিফুলকে তথ্য প্রযুক্তির সহায়তায় তার বাড়ী থেকে ২ কিলোমিটার দূরে নদীর পাড় হতে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ ডিসেম্বর, ২০২৩