চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত



চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
এর আগে সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 


এছাড়াও সন্ধ্যার দিকে শহীদদের স্মরণে গণকবরে মোমবাতি প্রজ্বলন ও দোয়া করা হয়। 
বিকেলে শহরের শ্মশানঘাট এলাকার বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
এদিকে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান। 
অন্যদিকে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জেলা শিশু একাডেমি চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- ইসলামিক ফাইন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, সাহিত্যিক আজিজুর রহমান।
পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
আলাদা আলাদা আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়াও নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ ডিসেম্বর, ২০২৩