আজ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫২ তম শাহাদত বার্ষিকী


বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫২তম শাহাদত বার্ষিকী আজ। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বর) পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোররাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনীকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমণ শুরু করেন। তিনি একটি ছোট নৌকা নিয়ে মহানন্দা নদী পার হয়ে রেহাইচর গ্রামে অবস্থান নিয়ে তুমুল লড়াইয়ের মুখোমুখি হন শত্রুদের সঙ্গে। এ সময় ধ্বংস করে দেন শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার। বীরযোদ্ধা ক্যাপ্টেন জাহাঙ্গীর সামনের দিকে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে একটি গুলি এসে লাগে তার কপালে । সেখানেই শাহাদাত বরণ করেন বাঙলা মায়ের এই বীর সন্তান। পরের দিন ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদত বার্ষিকী উপলক্ষে সকালে রেহাইচরে শাহাদতস্থলে পতকা উত্তোলন ও স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দোয়া করা হবে। এছাড়াও সোনামসজিদ প্রাঙ্গনে সমাধিস্থলের কাছে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত করতে গিয়ে শহীদ হওয়া এই বীর সন্তানের নামে পরবর্তীতে ৩টি কলেজ প্রতিষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মহানন্দা নদীর উপর নির্মিত ব্রীজটির নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ ডিসেম্বর, ২০২৩