চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণ



 চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল  বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭ টার  দিকে আদালতের সামনে জুডিসিয়াল অফিসার্স টেনিস কোর্টে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি ।

এর আগে গত ৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুইটি ককটেল  বিস্ফোরণের ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, ' জায়গাটা অন্ধকার ছিল। সেখানে কেউ ছিলনা। মনে হচ্ছে ভয় দেখানোর জন্য এটা করেছে।  আমরা বিষয়টি খতিয়ে দেখছি'। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সন্ধ্যার দিকে 
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অফিসার্স টেনিস কোর্টে একটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।  জড়িতদের সানাক্তে পুলিশ কাজ করছে। 

এদিকে ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক ও পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ ডিসেম্বর, ২০২৩