চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশি যুবক রজিম আলীর মরদেহ ফেরত দিলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দিবাগত রাতে পতাকা বৈঠকের পর তার মরদেহ ফেরত দেয়া হয়।
নিহত রজিম আলী গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে। বিয়ের পর তিনি সীমান্তবর্তী রোকনপুরের শ্বশুর বাড়িতে থাকতেন।
বিজিবির নওগাঁস্থ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, রাতে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে কোম্পানী কমাণ্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রজিমের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে রজিমসহ আরো কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই রজিমের মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ ডিসেম্বর, ২০২৩