শিবগঞ্জে ছাত্রদলের সাবেক সহ-সভাপতিসহ ৬ নেতাকর্মী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে নাশকতার অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতিসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম সাকিব লিপু (৩৪), শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি (৩৫), উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার জাহান সুজন (৩২), ইমাম শাহাদাত হোসেন সোহাগ (৩১), শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক ও সাবেক ছাত্রদল নেতা হৃদয় হাসান সনি (২৮)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মুসলিমপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়। রাতেই নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ ডিসেম্বর, ২০২৩