শিমুলের পথে বাধা হয়েছেন নিজ ঘরের নজরুল, রাব্বানী ॥ জাতীয় সংসদ নির্বাচন


চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলেল উপর আস্থা রেখে তাকেই আবার মনোনয়ন দিয়েছেন। ‘বাঘা বাঘা’ মনোনয়ন প্রত্যাশির মাঝে দলীয় মনোনয়ন পেলেও স্বস্তিতে নেই তিনি। তাঁর নির্বাচনী পথে বাধা হয়েছেন আওয়ামী লীগেরই দু’জন স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার সহকারি রির্টানিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন এই নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি সাবেক সচিব জিল্লার রহমান। তবে, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন না।
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বড় উপজেলা শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ডা. মইনুদ্দিন আহমেদ মন্টু’র ছেলে ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। সংসদ সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নিজ দলের নেতাদের নানামুখি তৎপরতার মাঝেই ডা. শিমুলেই আস্থা রাখে আওয়ামী লীগ। ডা. শিমুল আওয়ামী লীগের মনোনয়ন লাভ করলেও স্থানীয়ভাবে বাধসেধে বসেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তারা দু’জনই স্বতন্ত্র প্রার্থীর লেবাসে বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করেন। ওই সুত্র জানায়, দলীয় মনোনয়ন ঘোষণার পরেও নিজ ঘরের দু’ প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়ায় স্বস্তিতে নেই ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল।
আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ কি সিন্ধান্ত নেয়, তার উপর নির্ভর করছে এই নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ফলাফলের ‘গতি প্রকৃতি’, এমনটাই মনে করছেন স্থানীয পর্যোবেক্ষকরা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল ছাড়াও মনোনয়ন পত্র দাখিল করেছেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (আ. লীগ), শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, স্থানীয় শফিকুল ইসলাম, জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত নবাব মোহাম্মদ শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির আব্দুর রহিম।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ ডিসেম্বর, ২০২৩


,