চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র ‘ঘরের মধ্যে সৃষ্ট ঘরের’ অন্যতম নেতা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মতিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপিকে ছেড়ে দিয়েছেন। এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নেতা হিসেবে আবির্ভুত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা রির্টানিং কর্মকর্তার কাছে তিনি তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জের একসময়ে জননন্দিত নেতা আব্দুল মান্নান সেন্টু’র নির্বাচনী জনসভার বক্তা হিসেবে যুক্ত হয়ে রাজনীতিতে আসা মাওলানা আব্দুল মতিন বিএনপি’র সমর্থনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র হারুন-পাপিয়া বলয় থেকে পৌর মেয়র নির্বাচিত হবার পর সাম্প্রতিক সময়ে জাকা-রফিকের নেতৃত্বে গঠিত জেলা বিএনপি’র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি বিএনপি’র পক্ষে বিভিন্ন রাজনৈতিক কর্মসুচিতে জোড়ালো ভুমিকা রাখেন। এরইমাঝে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর হটাৎ করেই তিনি বিএনপি ছেড়ে বিএনএম’র সঙ্গে যুক্ত হন। হাতিয়ে নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মনোনয়ন।
মনোনয়ন পত্র দাখিলের পর মাওনাল আব্দুল মতিন তার ফেসবুক পেজে নির্বাচনে অংশ নেয়ার কয়েকটি লক্ষ্য উল্লেখ করে একটি বার্তা পোস্ট করেন। তাতে তার পক্ষ থেকে বলা হয়েছে, সকল ধরণের নাশকতা, সংহিসতা বিরোধী কাজ এড়িয়ে সততা ও নিষ্ঠার সাথে চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।
ওই পোস্টে তিনি সকলের কাছে দোয়াও চেয়েছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম’র প্রার্থী মাওলানা আব্দুল মতিন ছাড়াও মনোনয়ন পত্র দাখিল করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নৌকার প্রার্থী, সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, স্বতন্ত্র প্রার্থী ডা. গোলাম রাব্বানী, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, এনপিপির নাহিদ আহমেদ, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ ডিসেম্বর, ২০২৩
বিএনপি ছাড়লেন মতিন মাওলানা, হলেন বিএনএম’র প্রার্থী