চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ একজন আটক



চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে যাওয়ার পথে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজি ও ৫ রাউন্ড গুলিসহ একজনকে করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)
আটককৃত ব্যক্তি পাবনার দরি নাড়িচা এলাকার মৃত মাইন বিশ্বাসের ছেলে রাব্বি বিশ্বাস ওরফে 
 সোহাগ (২১)।
র‍্যাবের দাবি, আটক সোহাগ শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েকদিন ধরেই  চাঁপাইনবাবগঞ্জ অবস্থান করছিল। 
 বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি অস্ত্রের চালান সরবরাহ করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুর এলাকায় চেকপোস্ট বসায়।চেকপোস্ট চলাকালীন একটি অটোরিকশা তল্লাশীর সময় একজন যাত্রীর আচরণ অস্বাভাবিক মনে হলে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড গুলিসহ রাব্বি বিশ্বাস ওরফে সোহাগকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ নভেম্বর, ২০২৩