চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার ৪শ' কৃষক পাচ্ছেন বোরো বীজ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের রবি মৌসুমে ৪ হাজার ৪শ' জন ক্ষুদ্র ও পান্তিক কৃষক পাচ্ছেন বোরো হাইব্রিড ধানের বীজ ।
বৃহস্পতিবার দুপুরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এই বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতি কৃষককে এক বিঘা জমির জন্য ২ কেজি করে আধুনিক হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ নভেম্বর, ২০২৩