বিজয় দিবসের প্রস্তুতি সভা


চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। এতে, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান। এতে, জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন।  
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং দিবসের বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ নভেম্বর, ২০২৩