চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ৬ গ্রাম পেল ইলামিত্র'র নামে স্কুল
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাসুগ্রাম, কার্ত্তিকপুর, ধরইল শ্যামপুর, ধরইল, জমিনকমিন, নতুন পাড়াসহ ৬ গ্রামে ছিল না কোনো প্রাথমিক বিদ্যালয়। ফলে সেখানকার শিক্ষার্থীদের ৬-৭ কিলোমিটার দূরে গিয়ে পড়ালেখা করতে হতো। একে তো আদিবাসী অধ্যুষিত এলাকা, তার ওপর বিদ্যালয় দূরে হওয়ায় অনেকেই শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকত। ওই এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পুরন হচ্ছে।
১ কোটি, ৩৯ লক্ষ, ৮৯ হাজার, ০৭৫ টাকা ব্যয়ে এই ৬ গ্রামের জন্য একটি বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেত্রী ইলা মিত্রের নামকরণের বিদ্যালয়টির নাম রাখা হয়ছে ‘ইলামিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, আদিবাসী নেতা সনাতন মুরমু, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, ডা. ওমর ফারুক, ডা. আনোয়ার জাহিদ রুবেন, অ্যাডভোকেট আঞ্জুমান আরা, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, ইউপি সদস্য তোজাম্মেল হক পিন্টু।
আলোচনা সভায় জানানো হয়, এ বছরের ২১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের নামে এ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধান্তের কথা জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ নভেম্বর, ২০২৩