চাঁপাইনবাবগঞ্জে অটো চার্জার গাড়ির ধাক্কায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে অটো চার্জার গাড়ির ধাক্কায় আব্দুল মান্নান (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
নিহত মান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মাষ্টার পাড়ার মৃত সিদ্দিক মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্টের হাট আকন্দ বাড়িয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন ও সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মান্নান আলী ফিল্টের হাট আকন্দ বাড়িয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটো চার্জার গাড়ি সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে গিয়ে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে জরুরী বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মান্নানকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সড়ক পরিবহন আইন মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ নভেম্বর, ২০২৩