চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১টি বিদেশী পিস্তলসহ দুইজন আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিনসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপি ঘাট এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটককৃত হলো, শিবগঞ্জে তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দীন(৪৩)।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন দপ্তরে
এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, আজমতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি ঘাট নামক স্থানে অভিযান চালায়। এ সময় তেলকুপি হতে কানসাট যাওয়ার পথে ২ জন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেন বিজিবি। পরে বিজিবিকে দেখে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর সময় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিনসহ দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামী ও অস্ত্রসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক আরো বলেন, গত ১১ মাসে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জন আসামীসহ ১২টি বিদেশী পিস্তল, ৪৪ রাউন্ড গুলি ও ১৭টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এছাড়াও অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ নভেম্বর, ২০২৩