দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন আজ
আজ চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীকে আব্দুর রাজ্জাক ও গরুর গাড়ী প্রতীকে মজিবুর রহমান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাছ প্রতীকে কামাল আহমেদ ও চেয়ার প্রতীকে কামাল হোসেন। এছাড়াও সহ-সভাপতি পদে ৩ জন, কোষাধক্ষ পদে ২ জন এবং পুরুষ সদস্য পদে ৭ জন ও মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থী রয়েছেন।
এই তথ্য নিশ্চিত করে জেলা সমবায় কার্যালয়ের সরেজমিনে তদন্তকারী ও দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির এই নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পলাশ কুমার প্রামানিক বলেন, আগামীকাল (আজ) শনিবার ৮ টি বুথে সকালে ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ১ হাজার ৫ শ ৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে গতকাল শুক্রবার বিকেলে দ্বারিয়াপুর এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনকে ঘিরে গোটা দ্বারিয়াপুর এলাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ নভেম্বর, ২০২৩