হরিপুরে গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন



নবাবগঞ্জ-রাজশাহী আর অ্যান্ড এইচ (দ্বারিয়াপুর মোড়) হতে শিবগঞ্জ উপজেলা ভায়া দুর্লভপুর ইউপি সংযোগ সড়কে গার্ডার ব্রিজ  নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর-দ্বারিয়াপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই  নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। 
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডির চাঁপাইনবাবগঞ্জের  নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম মিনহাজসহ অন্যরা। 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জ ব্রিজটি নির্মাণ করবে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১০ লাখ ৮৫ হাজার ৯৭৭ টাকা। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ নভেম্বর, ২০২৩