দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন< সভাপতি রাজ্জাক সম্পাদক রাজু




চাঁপাইনবাবগঞ্জে দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ রাজু নির্বাচিত হয়েছেন।  নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে ছাতা প্রতীকে আব্দুর রাজ্জাক ৮৩৯ ভোট, সহসভাপতি পদে ৭৩৮ ভোট পেয়ে কামাল হোসেন, ৭১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ রাজু, ৯২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে মোকবুল হোসেন নির্বাচিত হয়েছেন। 
শনিবার ৮টি বুথে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। ভোটার ছিল ১ হাজার ৫০৬ জন। 
সদর উপজেলা সমবায় অফিসের উপপরিদর্শক মো. মনোয়ার হোসেন নির্বাচন কমিশনার ও মো. মতিউর রহমান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।
এদিকে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রাজু আহমেদ। 
সভায় আরো উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা সদস্য কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, সমিতির অভ্যন্তরীণ অডিট কমিটির আহ্বায়ক দুরুল হোদাসহ অন্যরা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ নভেম্বর, ২০২৩