কেন্দ্রীয় যুব লীগ নেতার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ



বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ করেছে যুবলীগ। 
বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকারের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগ এলাকা থেকে অবরোধ বিরোধী একটি  মোটরসাইকেল শোডাউন বের করা হয়।  মোটর সাইকেল শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শান্তি সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, আওয়ামী লীগ নেতা আয়াত নূর, যুবলীগ নেতা শাকিউল ইসলাম শাকিল। 
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মারুফ আহমেদ শাওন, পৌর কাউন্সিলর রাজু আহমেদ, ইফতেখার আহমেদ রঞ্জু, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাইদুল ইসলাম লিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান তাসলিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বখতিয়ার ফাহিম সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-অ্যাপায়ন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান পরশ, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ পারভেজ শাহীন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুজ্জামান মাসুম।

সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের কঠোর সমালোচনা করে জনগণকে হরতাল- অবরোধ প্রতিরোধ করার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ নভেম্বর, ২০২৩