চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, সদর থানার ওসি সাজ্জাদ হোসেন।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, অতীতের মতো আগামীতেও জনতাকে সাথে নিয়েই কাজ করে যাবে পুলিশ।
আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শিবগঞ্জ থানা পুলিশের এসআই সিহাব উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং সদস্য ডা. দুররুল হোদাকে সম্মাননা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ০৪ নভেম্বর,২০২৩