সরকার শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত- চিত্রনায়িকা মাহিয়া মাহি




চাঁপাইনবাবগঞ্জে ছাত্রী সমাবেশে 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার বলেছেন, বর্তমান সরকার শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু 
বিশ্ববাসী দেখেও কেনো দেখছে না এটা জানি না, ইনশাআল্লাহ বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জেলা ছাত্রলীগ আয়োজিত 'স্মার্ট বাংলাদেশ' বির্নিমাণে প্রত্যয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং নারী নেতৃত্ব বিকাশের লক্ষে ছাত্রী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। 


মাহি আরও বলেন, এখন নভেম্বর মাস, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাস। কিন্তু বিএনপি জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং এটা বিশ্ববাসী দেখছে। শিক্ষার্থীদের বাবা-মায়েরা অবোরধ মানে না। শিক্ষার্থীর বাবা-মায়েরা চান না তাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাক। যে দল শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চায়, সেই দলের হাতে অভিভাবকরা দেশের ভবিষ্যৎ তুলে দিতে চায় না।

কোন আসন থেকে মনোনয়ন ফরম তুলবেন এমন প্রশ্নের জবাবে এ সময় মাহি বলেন, আমি মনে করি গোটা বাংলাদেশই আমার। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জে আমার বেড়ে ওঠা। এখানকার লোকজন যদি আমাকে সমর্থন করে, তাহলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন ফরম তুলব আশা করছি।
পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ মাঠে ছাত্রী সমাবেশে যোগ দেন।
  
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্রী সমাবেশে প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, ফেরদৌসী ইসলাম জেসী এমপি, অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা প্রমুখ।

ছাত্রী সমাবেশে শিক্ষার্থীদের কাছে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান চিত্রনায়িকা মাহি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ নভেম্বর, ২০২৩