মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মাহমুদুল্লাহ (৯) নামে এক শিশু ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহমুদুল্লার আপনা চাচাতো ভাই সিফাত (১৩) নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া ঘাটে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া মাহমুদুল্লাহ ওই ইউনিয়নের কাজিপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। আর নিখোঁজ সিফাত একই এলাকার হানিফের ছেলে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে মহানন্দা নদীতে আপন দুই চাচাতো ভাই ভাইমাহমুদুল্লাহ ও সিফাত সিমেন্টের বস্তা ধুতে ঘাটে গিয়েছিল। বস্তা ধোয়া শেষে গোসল করার সময় মাহমুদুল্লাহ ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে সিফাতও ডুবে যায়। পরে বিকালে স্থানীয়রা মাহমুদুল্লাহ মরদেহ উদ্ধার করলেও সিফাত নিখোঁজ রয়েছে।
ওসি আরও জানান, নিখোঁজ সিফাতকে উদ্ধার করতে ঘটনাস্থলে ডুবরী দল অভিযান চালাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ নভেম্বর, ২০২৩