শিবগঞ্জে কারেন্ট জাল-জাটকা ইলিশ জব্দ



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
তিনি জানান, অভিযানে ১০ জেলেকে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জালের মূল্য সাড়ে ৪ লাখ টাকা। পরে লক্ষীপুর-বোগলাউড়ি এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় জব্দকৃত জাল। এছাড়া জাটকা ইলিশ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বিতরণ করা হয়। এর আগে দশ রশিয়া বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ অক্টোবর, ২০২৩