দুর্গাপূজা উপলক্ষে নারীদের শাড়ি উপহার



দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও চাঁপাইনবাবগঞ্জ শহরের গরিব হিন্দু নারীদের শাড়ি উপহার দেয়া হয়েছে। শনিবার বিকেলে শহরের ঝিলিম রোডে সংগঠনের কার্যালয়ে পৌর এলাকার গুড়িপাড়া ও পৈচ্ছাপাড়া মহল্লার ৩৭ জন নারীকে এসব শাড়ি উপহার দেয় নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা।

শাড়ি বিতরণকালে নারীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানা আয়োজকরা। এসময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সহসাধারণ সম্পাদক ছবি রানি সাহা। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শফিকুল আলম, সদস্য ডলিয়ারা বেগম, মুনসুরা খাতুন, শিরিন বেগম, লিপি রায়, শাহনাজ রুমি, কুমকুম খাতুন প্রমূখ।

ফারুকা বেগম জানান, সংগঠনের সদস্যদের চাঁদার টাকা দিয়ে প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে গরিব হিন্দু নারীদের শাড়ি উপহার দেয়া হয়। সংগঠনের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ /  নিজস্ব প্রতিবেদক / ১৪ অক্টোবর, ২০২৩