চাঁপাইনবাবগঞ্জে হরতাল বিরোধী আওয়ামী লীগের শান্তি সমাবেশ



বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে 
চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগ।
রবিবার সকালে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ আর শহরে গাবতলা মোড় থেকে 
জেলা ছাত্র লীগ এই শান্তি মিছিল বের করে।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়ে শান্তি সমাবেশে মিলিত হয়। 
সমাবেশ বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাকিনা খাতুন পারুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকন উজ্জামান রোকন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল ও সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক।
সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের কঠোর সমালোচনা করে জনগনকে হরতাল প্রতিরোধ করার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ অক্টোবর, ২০২৩