চাঁপাইনবাবগঞ্জে হরতালের প্রভাব পড়েনি জনজীবনে, আটক ৩৫



বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা  হরতালে চাঁপাইনবাবগঞ্জের জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। রবিবার সকালে শহরের ৩টি পয়েন্টে জামায়াত-শিবির ঝটিকা মিছিল করলেও বিএনপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
এদিকে সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অটোরিক্সাসহ অন্যান্য ছোট যান চলাচল করেছে স্বাভাবিকভাবেই। তবে, বাস ও ট্রাক কম চলাচল করলেও দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটেও কোন বাস ছেড়ে যায়নি। শহরের প্রধান প্রধান মার্কেটগুলো বন্ধ থাকলেও ছোট খাট দোকানপাট খোলা ছিল স্বাভাবিক দিনের মতই।
অন্যাদিকে হরতালে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৮টি ককটেল উদ্ধারসহ ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন-হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। তবে জনজীবন স্বাভাবিক ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ অক্টোবর,  ২০২৩