শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন নিহত



চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ট্রাকের ধাক্কায় মতিউর রহমান (৩৩) নামে এক অটো রিক্সার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরোও দুজন আহত হয়েছে।
নিহত মতিউর শিবগঞ্জের ধোবড়া এলাকার চিকু বলীর ছেলে। 
সোমবার সন্ধ্যার দিকে শিবগঞ্জের কানসাট মিলিক মোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ গামী একটি ট্রাক
পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মতিউর রহমান নিহত হন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 
ওসি আরো জানান, এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ অক্টোবর, ২০২৩