চাঁপাইনবাবগঞ্জে ১০ মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিল সিসিডিবি




চাঁপাইনবাবগঞ্জে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবি মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র উদ্যোগে পৌর এলাকার স্বরূপনগরে সিসিডিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, এরিয়া ম্যানেজার ডা. নাঈমা ইসলাম, সিসিডিবির শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন। এ সময় অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বাল্যবিয়ের কুফল তুলে ধরে বলেন-বাল্যবিয়ের কারণে আমাদের মেয়েরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, নিজের ও দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারছে না, অল্পবয়সে বিয়ে হবার কারণে অনেক মেয়ে স্বাস্থ্য ঝুঁকি পড়ে এবং কেউ কেউ মারাও যায়, যে শিশু জন্ম নেয় সে অপুষ্টিতে ভোগে। কাজেই সন্তানদের বাল্যবিয়ে দিবেন না। কেউ যদি দেয় তাহলে প্রশাসনকে জানাবেন। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। 
অনুষ্ঠানে ক্রেস্টসহ ৪ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে ও ৬ জনকে ৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ অক্টোবর, ২০২৩