চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল মতিন (৩৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মতিন শিবগঞ্জে চরপাকা গ্রামের মফিজুল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কমলাকান্তপুর এলাকার একটি আম বাগানের ভিতর অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর সময় ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ আব্দুল মতিনকে
আটক করা হয়। ওই দিন র্যাবের এসআই আব্দুল মোমিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান খান মানিক তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল মতিনসহ দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ সেপ্টেম্বর, ২০২৩