চাঁপাইনবাবগঞ্জে ৫০০ ছাড়ালো ডেঙ্গু রোগী



চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ ছাড়িয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ৫২৪ জন। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২০ জন আক্রান্ত হয়েছে। বুধবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
নতুন আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, গোমস্তাপুর উপজেলায় বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে ১ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে গতকাল পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৪৯৬ জনকে। 
সারাদেশেই ডেঙ্গুর একই অবস্থা উল্লেখ করে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ বলেন-সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে বাড়ি বা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। প্রয়োজনে কয়েল ব্যবহার করতে হবে। এক কথায় মশা যেন হুল ফোটাতে না পারে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ সেপ্টেম্বর, ২০২৩